সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার অন্যতম আসামি এহতেশামুল হক ভোলার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, ‘২০১৫ সালের ডবলমুরিং থানায় দায়ের হওয়া গফুর হত্যা মামলায় ভোলাকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন জানায় নগর গোয়েন্দা পু্লশি। আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ভোলা সাবেক পু্লশি সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার অন্যতম আসামি। এছাড়া তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে।’
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন