বাংলাদেশে আশ্রয় নেয়া মো. ফয়েজ আহমেদ (২৫) নামের এক রোহিঙ্গাকে ৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য অধিদপ্তর।
আটককৃত ফয়েজ কক্সবাজারের উখিয়া উপজেলার কুতপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের এক নম্বর ক্যাম্পের বাসিন্দা।
বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী কর্ণফুলী মার্কেট থেকে আটক করে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো-উপ অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ।
তিনি বাংলাদেশ প্রতিদিন বলেন, গত বছর মিয়ানমার থেকে ফয়েজ কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। টেকনাফের এক মাদক ব্যবসায়ী তাকে ইয়াবাগুলো দিয়ে চট্টগ্রাম নগরীতে পাঠিয়েছে। আটককৃত রোহিঙ্গা ফয়োজের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন