চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মীর্জাপুর ইউনিয়নের বুড়ি পুকুরপাড় এলাকায় মাইক্রোবাস ও অটোরিক্সার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিক্সা চালক নুরুল হুদা (৪৫) ও তার ভাতিজা আবু তৈয়ব (১৫)। তাদের বাড়ি ফটিকছড়ি উপজেলার নানুপুরে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায় বলে পুলিশ জানায়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘বুড়ি পুকুরপাড় এলাকায় অটোরিক্সার সামনে একটি কুকুর চলে আসায় চালক নিয়ন্ত্রণ হারান। এতে তার গাড়ি উল্টে গেলে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটি অটোরিক্সাকে চাপা দেয়। স্থানীয়রা অটোরিক্সা থেকে দুজনকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু তৈয়বকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় নুরুল হুদাও মারা যান।’
বিডি প্রতিদিন/এ মজুমদার