চট্টগ্রামের কোতোয়ালীতে শিশু পাচারের অভিযোগে মামুনুর রশিদ (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় ৩ শিশুকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া তিন শিশু হলেন- ফাহিম (১২), সোহেল ১০) ও উজ্জল (১১)।
অভিযুক্ত যুবক মামুনুর রশিদ চাঁদপুর জেলার কচুয়া এলাকার তৈয়ব আলীর ছেলে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়েছে বলে জানান কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান।
পুলিশ কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, লাভলেইন এলাকা থেকে শিশু পাচারের অভিযোগে স্থানীয়দের সহায়তায় মামুনুর রশিদ নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। তার জিম্মিদশা থেকে তিন শিশুকে উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন