চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার কালিবাড়ি রোড এলাকায় আটটি সেমিপাকা বসতবাড়ি আগুন পুড়ে গেছে।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
চট্টগ্রাম নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার নিউটন দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে বায়েজিদ ও নন্দনকানন ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন