চট্টগ্রাম নগরীর চৈতন্য গলি এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে তিনজন গ্রেফতার হন।গতকাল বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সেলিম (৪৫), জসিম (৪০) ও ইমরান খান (৩২)। তাদের বাড়ি পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘গত বুধবার রাতে কোতোয়ালী থানা পুলিশের একটি টহল দলের কাছে চৈতন্য গলি গাউসে ভান্ডারি লেইনের একটি ভাঙ্গারির দোকানে ইয়াবা থাকার সংবাদ শুনে টহল দলটি ভাঙ্গারির দোকানে অভিযানে গিয়ে সন্দেহ হয়। এ সময় সংবাদদাতা সেলিমকে পুলিশ আটকে জিজ্ঞাসাবাদ করলে এলোমেলো উত্তর দিতে থাকে। পরে পুরনো পেপারের ভেতরে ইয়াবার সন্ধান দেয়। সেলিম নিজেই ওই দোকানে পেপারগুলো বিক্রি করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।’
পুলিশ সূত্রে জানা যায়, দোকান মালিক শাসছুর আলম ও গ্রেফতার জসিমের বাড়ি পটিয়া উপজেলার জিরি এলাকায়। তাদের মধ্যে জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এ বিরোধের জেরে শামছুর আলম ও তার ছেলেদের বিরুদ্ধে জসিম পটিয়া থানায় একটি মামলা করেন। পরে সেলিমের সঙ্গে পরামর্শ করে শামছুরকে ইয়াবা দিয়ে ফাঁসানো পরিকল্পনা করেন জসীম। পরিকল্পনা অনুযায়ী জসীম ইমরানের কাছ থেকে ইয়াবা কিনে সেলিমকে দেন। সেলিম শামছুরের দোকানে গিয়ে পুরানো পেপার বিক্রি করে এবং তার ভেতরে করে ৭০ পিস ইয়াবা ঢুকিয়ে দিয়ে পুলিশকে ফাঁসিয়ে দেন। পুলিশ ফাঁসানোর বিষয়টি জানতে পেরে সেলিমকে নিয়ে পটিয়ায় অভিযানে যান। সেখানে গিয়ে প্রথমে জসীমকে এবং তার তথ্য নিয়ে ইমরানকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার