কেক কাটার আড়ম্বতা নয়, উন্নয়নের কথামালা দিয়ে ব্যতিক্রমধর্মী ভাবে চট্টগ্রামে পেশাজীবিরা উদযাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন। শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ আয়োজন করে পেশাজীবি সমন্বয় পরিষদ-চট্টগ্রাম।
‘বঙ্গকন্যা শেখ হাসিনা : বাংলাদেশের অগ্রযাত্রা’ শীর্ষক এ উন্নয়ন কথা মালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে মুক্তিযোদ্ধের নেতৃত্বদানকারী শক্তিকে পূণরায় রাষ্ট পরিচালনার দায়িত্ব প্রদানে জন রায় দেয়াটাই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনগণের জন্মদিনের সবচেয়ে বড় উপহার।
তিনি বলেন, জাতীয় উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমুর্তি উজ¦ল করেছেন প্রধানমন্ত্রী। বিশ্বে আজ ৪৫টি রাষ্ট্রে ভিসা মুক্ত প্রবেশাধিকার রয়েছে বাংলাদেশের জনগনের। গড় আয়ু বৃদ্ধি, রিজার্ভ বৃদ্ধি, শিশু ও মাতৃ মৃত্যুর হার কমানো, কর্ম সংস্থান বৃদ্ধি, বিদ্যুাতায়ন, গড় আয় বৃদ্ধি, জাতীয় সম্পদের বার্ষিক সব চেয়ে বেশি প্রবৃদ্ধিসহ অনেকগুলো সুচকে বাংলাদেশ এগিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণেই এটি সম্ভব হয়েছে। এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি দেশের মানুষের কৃতজ্ঞতা চিত্ত ও দায়বদ্ধতা হেতু আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের ঐক্যকে জয়যুক্ত করা প্রয়োজন।
আয়োজক সংগঠনের সভাপতি প্রফেসর একিউএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি আবু নঈম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি ইখতেখার সাইমুল চৌধুরী, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ-চট্টগ্রাম সভাপতি ও প্রবীন আওয়ামীলীগ নেতা প্রকৌশলী মোহাম্মদ হারুন, বাংলাদেশ শিক্ষক সমিতি’র কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও পেশাজীবি সমন্বয় পরিষদ নির্বাহী সদস্য শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, টিভি জার্নালিস্ট এসোশিয়েশনের সভাপতি ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রশিদ, মুক্তিযোদ্ধা ও জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সফর আলী, নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, এ্যাডভোকেট রেহেনা বেগম রানু, ওয়ার্ড কাউন্সিলর যথাক্রমে তারেক সোলায়মান সেলিম, হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, আবিদা আজাদ, দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা আবদুল কাদের সুজন ও নুরুল আবছার, চট্টগ্রাম মহানগর পুজা উদযাপন পরিষদ সাবেক সাধারণ সম্পাদক সুমন দেব নাথ, এ্যাডভোকেট ওবায়দুর রব কায়েস, চট্টগ্রাম মঞ্চ সঙ্গীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুল আজম টিপু, শিল্পী জসিম উদ্দিন মিথুন, এ্যাডভোকেট মহিউল ইসলাম সোহেল, টিপু শীল জয়দেব, কর্ণফুলী থানা আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মামুন, কমার্স কলেজ ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আহবায়ক শফিউল আজম জিপু, শাহরিয়ার মনির জিসান, তৌহিদুল আলম রিপন, ইমতিয়াজ উদ্দিন ফাহিম, সাইফুল ইসলাম, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, সংগঠক সৌমুসী চৌধুরী, রোজি চৌধুরী প্রমুখ।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রায়হান ইউসুফ, জামাল খান ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম, সাবেক ছাত্র নেতা ওয়াহিদুল আলম শিমুল প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর