'দেশি-বিদেশী একটি মহল জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফের ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জনগণ সে ষড়যন্ত্র ন্যাসাৎ করে দেবে। একই সাথে নৌকায় ভোট দিয়ে উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা রক্ষা করবে জনগণ। ' শুক্রবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে শেখ হাসিনার ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
তিনি বলেন, শেখ হাসিনা একটি ছোট দেশের প্রধানমন্ত্রী হয়েও বিশ্ব নেতৃত্বে অধিষ্ঠিত হয়েছেন। তাঁর যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। বিশ্ব নেতারাও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে আজ প্রশংসায় পঞ্চমুখ।
সভায় প্রধান আলোচক উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম বলেন, শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ আজকে বিশ্বে একটি রোল মডেল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে।
সংগঠনের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জিতেন্দ্র প্রসাদ নাথ মন্টুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিন, অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/২৮ সেপ্টেম্বর ২০১৮/হিমেল