চট্টগ্রামের ছাত্রলীগ নেতা মামুন আল রশিদ সাগর হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতা কর্মীসহ ১০ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারনামীয় আসামিরা হলেন- আলী নুর, আজম, আলী আজগর, ওমর ও শাহনূর। বৃহস্পতিবার রাতে সাগরের ভাই বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলাটি দায়ের করেন।
সিএমপি’র কর্ণফুলী জোনের সহকারি কমিশনার জাহেদুল ইসলাম বলেন, ‘পাঁচজন এজাহারনামীয়সহ দশজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে।’
প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার বড়উঠানের শাহ মীরপুর এলাকায় কুপিয়ে হত্যা করা হয় সাগরকে। একই সময় মামুনের বন্ধু আজিজ আহত হন। নিহত সাগর ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
বিডি প্রতিদিন/২৮ সেপ্টেম্বর ২০১৮/হিমেল