নগরীর একটি কালভার্টের নিচ থেকে অজ্ঞাতনামা এক মেয়ে শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গীবাজার এলাকার একটি কালভার্টের নিচ থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাতনামা ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত ওই শিশুর লাশ পঁচে যাওয়ায় কি কারণে মৃত্যু হয়েছে তা বুঝা যাচ্ছে না। তার লাশের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিষয়টা নিশ্চিত হওয়া যাবে।’
ওসি বলেন, ‘তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য কাজ করছে পুলিশ। তার পরিচয় নিশ্চিত হওয়ার পর হয়তো মৃত্যুর ক্লু উৎঘাটন করতে পারবো।
বিডি প্রতিদিন/২৮ সেপ্টেম্বর ২০১৮/হিমেল