চট্টগ্রাম বন্দরের আউটারে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। শনিবার বেলা ১২টার দিকে ‘চর শ্যামাইল’ নামের জাহাজটি ডুবে যায় বলে প্রাথমিক তথ্য দিয়েছে ওয়াটার ট্রান্সপোর্ট সেল এবং বিআইডব্লিউটিসি। এ সময় ওই লাইটারের ক্যাপ্টেন-ক্রুদের অন্য একটি লাইটার জাহাজ তুলে নেয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বন্দরের আউটারে থাকা একটি মাদার ভেসেল থেকে লাইটার জাহাজ চর শ্যামাইলসহ তিনটি লাইটার জাহাজে লোহার স্ক্র্যাপ খালাস করা হচ্ছিল। স্ক্র্যাপ খালাসের এক পর্যায়ে মাদার ভেসেলটি রওনা হলে চর শ্যামাইল লাইটারের সঙ্গে বাঁধা হাসিলটি (রশি) তখনও খোলা হয়নি। এতে চর শ্যামাইলের সঙ্গে অন্য একটি লাইটারের ধাক্কা লাগে। এতে স্ক্র্যাপ বোঝাই চর শ্যামাইল ভারসাম্য হারিয়ে সাগরে ডুবে যায়।
এদিকে ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশিদ বলেন, ‘আউটারে লোহার স্ক্র্যাপবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে বলে জানতে পেরেছি। তবে কীভাবে এবং কেন জাহাজটি ডুবেছে, তার বিস্তারিত এখনও জানতে পারিনি।’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর