ব্যাডমিন্টন র্যাকেটের ব্যাগে করে অস্ত্র বহনকালে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে বাকলিয়া থানার শাহ আমানত হাউজিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই যুবকের নাম মো. ইউসুফ ওরফে তুফান (১৯)। তিনি নগর পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী বলে জানান বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী।
পুলিশ জানায়, ব্যাটমিন্টনের র্যাকেটের ব্যাগে এক যুবক অস্ত্র বহন করছে, গোপন এমন সংবাদ পেয়ে তুফানকে গ্রেফতার করা হয়। এসময় তার হাতের ওই ব্যাগ থেকে একটি একনলা বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়। তুফানের বিরুদ্ধে বাকলিয়াসহ নগরীর বিভিন্ন থানায় একাধিক ছিনতাই মামলা আছে বলে জানান ওসি প্রণব।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন