চট্টগ্রামের খুলশীতে দু’গ্রুপের সংঘর্ষে মো. দিদার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬ টার দিকে খুলশীর মতিঝর্ণা এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই জনের মধ্যে একজন হলেন সালাহউদ্দিন লালু ( ২৩), অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি। খুলশী থানার উপ-পরিদর্শক নুরুউদ্দিন বলেন, এই ঘটনায় জড়িত অপরাধীদের ধরতে অভিযান চলছে।
এদিকে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ৩ জনকে আহত অবস্থায় চমেক হাসপাতালের ক্যাজুয়াল্টি ওয়ার্ডে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর দিদার নামে একজন মারা যান।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন