চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার রেয়াজউদ্দিন বাজার এলাকায় একটি মাকের্টে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার হয়েছে ১২ লাখ টাকার মালামাল। গত শনিবার গভীর রাতে বাজারের খোদাবক্স মাকের্টে এ ঘটনা ঘটে বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন।
তিনি বলেন, নন্দনকানন ফায়ার সার্ভিসের একটি টীম ২টি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় পৌনে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। রফিকুল ইসলামের মালিকাধীন গার্মেন্টস এক্সেসরিজের দোকান পুড়ে যায় বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার