প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ‘আমি বাঙালি। আমি বঙ্গবন্ধুর দেশের বাঙালি। শেখ হাসিনার দেশের বাঙালি। এই পরিচয় আমাদের গর্বিত করে। যত মেধাবীই হোন, বাঙালি পরিচয় দিতে হবে গর্বভরে।’
আজ দুপুরে নগরীর হোটেল রেডিসন ব্লু'তে বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত বঙ্গবন্ধু মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে সারাবিশ্বে প্রশংসিত হয়েছি। সারা বিশ্ব মিয়ানমারের নিন্দিত হয়েছে।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘শুধু ভালো পড়ালেখা করলে গোল্ডেন জিপিএ কিংবা জিপিএ-ফাইভ পেলেই হবে না। নিজের দেশ ও জাতিকে ভালোবাসতে হবে, শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাইতে জানতে হবে।’
অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে ও ঘাতক দালাল নির্মূল কমিটির যুগ্ম-সম্পাদক ডা. নুজহাত চৌধুরী শম্পা শিক্ষার্থীদের জামায়াত-শিবির ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সঙ্গে আপোষ না করার আহবান জানান।
সংগঠনের প্রধান নির্বাহী সাজ্জাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, সাবেক ছাত্রলীগ নেতা সীমান্ত তালুকদার প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার