একটি ব্যাংকের ৩ কোটি ৬৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শহিদুল ইসলাম রনি (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। রবিবার দুপুরে সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেন জানান, একটি বেসরকারি ব্যাংকের ৩ কোটি ৬৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শহিদুল ইসলাম রনির বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন ব্যাংকের কর্মকর্তা এমরান হোসেন। ব্যাংকের মর্টগেজ করা জমি বিক্রি করে ওই টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় শহিদুল ইসলাম রনিকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, শহিদুল ইসলামের বিরুদ্ধে ৪৮ লাখ টাকার দুইটি চেক প্রতারণার মামলায় সাজা হয়েছে বলেও আদালত সূত্রে জানা গেছে।
বিডি-প্রতিদিন/৩০ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব