চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে জঙ্গি সন্দেহে মো. তানজিব হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে জঙ্গিবাদে উস্কানিমূলক লিফলেট ও বই উদ্ধার করা হয়। আজ রবিবার সন্ধ্যা ৭ টার দিকে চান্দগাঁও থানার স্বাধীনতা কমপ্লেক্স এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান।
তিনি জানান, তানজিব হোসেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের আঞ্চলিক আমির।
গোপন সংবাদের ভিত্তিতে স্বাধীনতা কমপ্লেক্সের সামনে থেকে জঙ্গিবাদে উস্কানিমূলক লিফলেট ও বইসহ তানজিব হোসেনকে আটক করা হয়েছে জানিয়ে র্যাব কর্মকর্তা মিমতানুর রহমান বলেন, তানজিব হোসেনের নামে ২০১১ সালে দায়ের হওয়া কোতোয়ালী থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার