চট্টগ্রাম নগরী ও জেলায় পৃথক দু'টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি ট্রাক এবং দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ সোমবার নগরীর পতেঙ্গা থানার চর পাড়া এবং জেলার রাঙ্গুনীয়ার সরফভাটাতে গভীর রাতে পৃথক এসব ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মঈন উদ্দিন বলেন, রবিবার গভীর রাতে পতেঙ্গার চরপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের ভিতরেই মশার কয়েল জ্বালিয়ে দিয়ে ট্রাক চালক ঘুমাচ্ছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। পদে আগুন নিয়ন্ত্রণে আনলেও আংশিক পুড়ে গেছে ট্রাকটি।
রাঙ্গনীয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার লিটন হাওলাদার বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনলেও প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার