চট্টগ্রাম মহানগর, লোহাগাড় ও হাটহাজারী এলাকায় সড়ক দুর্ঘটনা, বিষপানে ও বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
তারা হলো- ফটিকছড়ি শাহনগর এলাকার মফজল আহমদের ছেলে ওসমান গণি (৪৫), সেনেরহাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া এলাকার নুরুল আলমের ছেলে রাকিব হাসান ইমন (১২) এবং হাটহাজারীর পশ্চিম মেখল এলাকার সগির আহমদের ছেলে মো. জসিম।
সোমবার পৃথকস্থানে এসব ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার।
তিনি বলেন, ওসমান গণি কাপ্তাই রাস্তার মাথা এলাকায় নিজ বাসায় বিদ্যুৎস্পৃষ্টে মারা যান, রাকিব হাসান ইমন সকালে স্কুলে যাওয়ার পথে সিএনজি অটোরিক্সার ধাক্কায় মারা যান এবং মো. জসিম বিষপানে আত্মহত্যা করেন।
পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/ ০১ অক্টোবর ২০১৮/আরাফাত