চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকায় ছিনতাইকারী সন্দেহে আটক পুলিশের হেফাজতে সাইফুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সাইফুল বাড়ি ভোলা জেলার দৌলতখান উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রাম নগরীতে চলছে ব্যাপক গুঞ্জনও।
মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক।তিনি আরো বলেন, ওই যুবক থানা হাজতে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনা তদন্তের জন্য সিএমপির পক্ষ থেকে একটি কমিটি করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে আটক করে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় জনতা। পুলিশ চট্টগ্রাম মেডিক্যাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হাজতে নিয়ে আসে। সেখানে সে গলায় কম্বল পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয়।
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/০২ অক্টোবর, ২০১৮/মাহবুব