চট্টগ্রামে বৃহষ্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা। নগরের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে মেলার উদ্বোধন করা হবে। আজ সকাল ৯টায় মেলা উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. আহমদ কায়কাউস। এতে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএমপিপিএম, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান পিপিএম ও বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক এসএম রবিউল হাসান। ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ স্লোগানে শুরু হওয়া এবারের মেলা ৬ অক্টোবর সন্ধ্যায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেলা সম্পন্ন হবে। চট্টগ্রাম জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে। মেলায় ১৭০ টি স্টলের মাধ্যমে বর্তমান সরকারের বিগত এক দশকের উন্নয়ন কর্মকান্ড তুলে ধলা হবে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বলেন, জনগণের দোরগোড়ায় সেবা, জেলা ব্র্যান্ডিং, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, এসডিজি অর্জন, ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের বাংলাদেশ গড়ার অগ্রযাত্রাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে এ মেলার আয়োজন করা হয়ছে। এবারের মেলায় ১২০টি প্রতিষ্ঠানের ১৭০টি ছোট-বড় স্টল থাকবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ টাওয়ার নির্মাণ করা হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ ও রাজনৈতিক জীবন নিয়ে রচিত আড়াই শতাধিক বই নিয়ে বঙ্গবন্ধু বুক কর্নারও রাখা হয়েছে এবারের মেলায়। প্রথম দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী শাহনাজ বেলী। দ্বিতীয় দিন থাকবে সঙ্গীত শিল্পী ঐশী এবং শেষ দিন গান করবেন লোক সঙ্গীত শিল্পী ফকির শাহবুদ্দিন।
বিডি প্রতিদিন/এ মজুমদার