চলতি অর্থবছরের রবি মৌসুমে চট্টগ্রামের ৫ হাজার ৩৭০ জন কৃষককে কৃষি প্রণোদনা দিচ্ছে সরকার। এসব কৃষককে বিনামূল্যে দেওয়া হবে পাঁচ প্রকারের শস্য- ভুট্টা, চীনাবাদাম, সরিষা, ফেলন, বিটি বেগুন এবং সার-বীজ। বোরো ও শীতকালীন চাষীদের জন্য বরাদ্দপ্রাত্ত এসব শস্যা আগামী সপ্তাহে উপজেলা পরিষদ থেকে তালিকাভুক্ত কৃষকদের বিতরণ করা হবে। এ জন্য প্রায় ৫৪ লাখ টাকার বরাদ্দ পেয়েছে চট্টগ্রাম জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি।
চট্টগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি ২০১৮-১৯ অর্থবছরে আসন্ন রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ভুট্টা, চীনাবাদাম, সরিষা, ফেলন, বিটি বেগুন বোরো ও শীতকালীন ফসলের বীজ ও সার সরবরাহের সিদ্ধান্ত নেয় কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি। এতে মিরসরাইয়ে ৪৫০ জন, সীতাকুÐে ৩২০ জন, ফটিকছড়িতে ৪৫০ জন, হাটহাজারীতে ৪০০ জন, রাউজানে ৪০০ জন, রাঙ্গুনিয়ায় ৪০০ জন, বোয়ালখালীতে ২৫০ জন, পটিয়ায় ৪৫০ জন, আনোয়ারায় ৪০০ জন, চন্দনাইশে ৪০০ জন, লোহাগাড়ায় ৪০০ জন, সাতকানিয়ায় ৪০০ জন, বাঁশখালীতে ৩৫০ জন, স›দ্বীপে ৩০০ জনসহ মোট ৫ হাজার ৩৭০ জন কৃষককে পুনর্বাসনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে ভুট্টা ৫০০ জন, চীনাবাদাম ৩০০ জন, ফেলন এক হাজার, বিটি বেগুন ৭০ জন, সরিষা এক হাজার, বোরো এক হাজার এবং শীতকালীন মুগ বীজ পাচ্ছেন দেড় হাজার কৃষক।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আমিনুল হক বলেন, ‘বর্তমান সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার। যে কারণে কৃষিতে আগ্রহ হারানো মাঠ ফেরত কৃষকরা আবারো চাষাবাদে ফিরেছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে সেই কৃষকদের কল্যাণেই। তারাই ধারাবাহিকতা চলতি অর্থবছরের রবি মৌসুমে ৫ হাজার ৩৭০ জন কৃষককে প্রণোদনার আওতায় বিভিন্ন ফসলের বীজ ও সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে। শস্যগুলো বর্তমানে জেলায় আসছে। আগামী সপ্তাহে উপজেলা পরিষদ থেকে এগুলো কৃষকদের বিতরণ করা হবে।’
জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত মতে, এক বিঘা জমির জন্য ভুট্টা চাষীরা দুই কেজি বীজ এবং ডিএপি ও এমওপি মিলে ৩০ কেজি সার, চীনাবাদাম চাষীরা ১০ কেজি বীজ ও ১৫ কেজি সার, সরিষা চাষীরা এক কেজি বীজ ও ৩০ কেজি সার, ফেলন চাষীরা ৭ কেজি বীজ ও ১৫ কেজি সার, শীতকালীন মুগ চাষীরা ৫ কেজি বীজ ও ১৫ কেজি সার, বোরো চাষীরা ৫ কেজি বীজ ও ৩০ কেজি সার এবং বিটি বেগুন চাষীরা বিনামূল্যে ২০ গ্রাম বীজ ও ৩০ কেজি সার বিনামূল্যে পাবেন। সবমিলিয়ে এক মেট্রিক টন ভুট্টা, তিন মেট্রিক টন চীনাবাদাম, এক মেট্রিক টন সরিষা, ৭ মেট্রিক টন ফেলন, সাড়ে ৭ মেট্রিক টন মুগ, ৫ মেট্রিক টন বোরো ধান ও এক কেজি চারশ গ্রাম বিটি বেগুনের বীজ এবং ১১৯ মেট্রিক টন সার নির্ধারিত কৃষকদের বিনামূল্যে সরবরাহ করা হবে। পুরো কর্মসূচির জন্য ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে ৫৪ লাখ ২৪ হাজার ৯০৫ টাকার বরাদ্দ পেয়েছে চট্টগ্রাম জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, বরাদ্দকৃত ডিওপি ও এমওপি সার বিএডিসি’র গুদাম থেকে কৃষকদের সরবরাহ করা হবে। পুরো কর্মসূচির জন্য বরাদ্দকৃত ভুট্টা ও বিটি বেগুনের বীজ ব্যতিরেখে অন্যান্য ফসলের বীজ বিএডিসি থেকে ক্রয় করে কৃষকদের সরবরাহ করবে কৃষি বিভাগ। বিএডিসি থেকে এসব বীজ পাওয়া না গেলে কৃষি বিভাগের অনুমোদন সাপেক্ষে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে মানসম্মত বীজ ক্রয়ের নির্দেশনা দেওয়া হয় জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভায়।
বিডি প্রতিদিনি/২ নভেম্বর ২০১৮/হিমেল