চট্টগ্রাম নগরীর বেসরকারি একটি হাসপাতালে শহিদুল ইসলাম নামে এক রোগীর পেট থেকে প্রায় এক ইঞ্চি পরিমাপের একটি পেরেক বের করা হয়েছে। সোমবার সকালে নগরীর সিএসসিআর হাসপাতালে ভর্তি হওয়ার পর ওষুধ খাইয়ে শহিদুলের পায়ুপথ দিয়ে পেরেকটি বের করা হয়।
শহিদুল ইসলাম পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে কর্মরত আছেন।
হাসপাতালের চিকিৎসক নাহিদ হাসান জানান, প্রথমে রোগীর এন্ডোস্কোপি করে পেরেকটির অবস্থান দেখার পর ওষুধ সেবন করিয়ে সেটি বের করানো হয়। রোগীর অবস্থা সংকটমুক্ত হলেও তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে ওই রোগীর পেটে পেরেকটি কীভাবে গেল সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন