চট্টগ্রামের কর্ণফুলী ডাঙ্গারচর এলাকায় একটি জাহাজ নির্মাণ কারখানায় ক্রেনের ধাক্কায় মো. মোরশেদ (২২) নামে শ্রমিক নিহত হয়েছেন। নিহত মোরশেদ ডাঙ্গারচর ৩ নম্বর ওয়ার্ডের ওসমান গণির ছেলে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কর্ণফূলী থানার শাহজিরপুর পুলিশ ফাড়িঁর ইনচার্জ সুজন বড়ুয়া। তিনি বলেন, জাহাজের কাজ করার সময় ক্রেনের ধাক্কায় গুরুত্বর আহত হয় মোরশেদ। পরে হাসপাতালে পাঠানো হলেও সেখানে নেওয়ার পর সে মারা যায়।
চমেক পুলিশ ফাড়িঁর এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, কর্ণফুলীতে জাহাজ মেরামত করার সময় ক্রেনের ধাক্কায় মো. মোরশেদ নামে শ্রমিক আহত হয়। দুপুর পৌনে ২ টার দিকে চমেক হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। দুপুর সোয়া ২টার দিকে ১ নম্বর ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর