চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিপুল বিদেশী মুদ্রাসহ এক বিমান যাত্রীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম বিমান বন্দর শুল্ক গোয়েন্দা। গ্রেফতার হওয়া ওই বিমান যাত্রীর নাম মো. আবদুল শুক্কর। বুধবার বিকেলে সংযুক্ত আবর আমিরাতের দুবাইয়ে যাওয়ার পথে শুক্করকে গ্রেফতার করা হয়।
শুল্ক গোয়েন্দার উপ কমিশনার নুর উদ্দিন মিলন বলেন, গ্রেফতার হওয়া শুক্কর বিপুল বিদেশী মুদ্রাসহ দুবাই যাচ্ছিল। তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় ব্যাগ তল্লাশী করে প্রায় ৫০ লাখ টাকা সম-মুল্যের বিদেশী মুদ্রা জব্দ করা হয়। জব্দ করা বিদেশী মুদ্রার মধ্যে রয়েছে ২০ হাজার দিরহাম, সাড়ে ১২ হাজার রিয়েল, সাড়ে তিন হাজার দিনার, সাড়ে তের হাজার ডলার। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার