চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ পরিবেশ ছাড়পত্র দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা, অনুমোদন ছাড়া জাহাজ নির্মাণ ও পরিবেশ দূষণের দায়ে তিন শিপ ব্রেকিং প্রতিষ্ঠান ও চার ইটভাটাকে ২০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা (ক্ষতিপূরণ আরোপ) করেছে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চল। বুধবার শুনানি শেষে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো, সীতাকুন্ডের সীকো স্টিলকে (শিপ ব্রেকিং) ১০ লাখ টাকা, এনআই ট্রেডার্সকে ৫ লাখ টাকা ও সাগরিকা শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজকে ১ লাখ টাকা এবং চাঁদপুরের হাইমচর এলাকার আবু তালেব ব্রিকস ম্যানুফেকচারকে ২ লাখ টাকা, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকার শাপলা অটো ব্রিকস ম্যানুফেকচারকে ১০ হাজার টাকা, কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার হুমায়ুন ব্রিকস ম্যানুফেকচারকে ৪০ হাজার টাকা ও চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকার আয়শা ব্রিকস ম্যানুফেকচারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মুয়াজ্জম হোসাইন বলেন, ‘নিয়মিত পরিদর্শন ও এনফোর্সমেন্টের অংশ হিসেবে বুধবার তিন শিপ ব্রেকিং প্রতিষ্ঠান ও চার ইটভাটাকে মোট ২০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করা হয়েছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার