বাংলাদেশের আশ্রয় নেওয়া পাঁচ রোহিঙ্গা শিশু অস্ত্রোপচারের মাধ্যমে চোখের আলো ফিরে পেয়েছে। শুক্রবার সকালে চট্টগ্রাম চক্ষু হাসপাতালে তাদের চোখের অস্ত্রোপচার সম্পন্ন হয়। আলো ফিরে পাওয়া শিশুরা হলো নূর সাদেকা (৭ মাস), জুনাইদ (২ বছর), নুর বিবি (৮ বছর), সাহিদা (৪ বছর) ও হামিমা (৯ বছর)। এর আগে তাদের দুই চোখই অন্ধ ছিল।
শিশুদের অস্ত্রোপচার করেন চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. মেরাজুল ইসলাম। অরবিস ইন্টারন্যাশনালের সহায়তায় ‘কাতার ক্রিয়েটিং ভিশন (কিউসিভি) এক্সপান্ডিং আই কেয়ার ইন সাউথ ইস্ট বাংলাদেশ’ প্রকল্পের আওতায় ও কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের তত্ত্বাবধানে এ অস্ত্রোপচার করা হয়। অস্ত্রপচারে সার্বক্ষণিক সহযোগিতা দিচ্ছেন কিউসিভি এর প্রজেক্ট কডিনেটর নিলুফার ইয়াসমিন। এতে কারিগরি সহায়তা দেয় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল।
রোহিঙ্গা শিবিরের আশপাশে হাসপাতালে চক্ষু চিকিৎসা সেবা থাকলেও অস্ত্রোপচারের ব্যবস্থা না থাকায় চট্টগ্রাম চক্ষু হাসপাতালে এই কার্যক্রম চালু করা হয়। হাসপাতালের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/ফারজানা