চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকায় একটি সুপার শপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নবনির্মিত ভবনটির ২য় তলার কিছু অংশ পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের ৪টি স্টেশনের ৯টি গাড়ি দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার ভোর সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, নতুন সুপার শপটিতে ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে চন্দনপুরা, নন্দনকানন, আগ্রাবাদ ও কালুরঘাট ফায়ার স্টেশনের ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, বহুতল সুপার শপটির ২য় তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড হতে পারে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এ ঘটনায় ক্ষয়-ক্ষতির পরিমাণ কত হতে পারে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন/বাজিত হোসেন