দক্ষিণ চট্টগ্রামের উপজেলা কর্ণফুলীতে গাড়ির ধাক্কায় এক স্কুলছাত্রী আহত হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে ওই মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
শাহ আমানত সেতুর দক্ষিণ পাড়ে দেওয়া সড়ক অবরোধের কারণে নগরীর ভিতরেও এর প্রভাব পড়ে। শনিবার সকাল ১০টার দিকে মহাসড়কের পাশে পশ্চিম পটিয়া এ জে চৌধুরী স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত নাজমা আক্তার (১৪) এ জে চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে স্কুলের সামনে মহাসড়ক পার হওয়ার সময় একটি হিউম্যান হলার নাজমাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করান। চমেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।
এদিকে সড়ক দুর্ঘটনায় সহপাঠীর আহত হওয়ার খবরে পটিয়া এ জে চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও সংলগ্ন কলেজ থেকে শিক্ষার্থীরা চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধ করে। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করে শিক্ষার্থীরা। এসময় তারা সড়কে কয়েক দফা মিছিলও করেছে। এতে চরম বেকায়দায় পড়েন সাধারণ মানুষ ও অন্যান্য যানবাহনের আরোহীরা।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ বলেন, ‘বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। প্রায় তিন ঘণ্টার অবরোধে দক্ষিণ চট্টগ্রাম অনেকটা অচল হয়ে পড়ে। শিক্ষার্থীরা এ সময় কোনো গাড়ি চলাচল করতে দেয়নি। হাজার হাজার মানুষ পায়েহেঁটে চলাচল করেছেন কয়েক কিলোমিটার পথ।
এদিকে নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (বন্দর) আরেফিন জুয়েল বলেন, স্কুলের সামনে স্পিড ব্রেকার ও ফুট ওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দেওয়ায় শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ তুলে নিতে সম্মত হয়েছে। ইতিমধ্যে স্পিড ব্রেকার নির্মাণের কাজ শুরু করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল