চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। এলাকার কথিত ‘বড় ভাই’ হিসেবে কিশোরদের মধ্যে প্রেম নিয়ে বিরোধ মেটাতে গিয়ে আরেক ‘বড় ভাই’য়ের গুলিতে ওই যুবক খুন হয়েছে বলে জানায় পুলিশ। যুবকের নাম লোকমান হোসেন (৩৫)।
শনিবার গভীর রাতে নগরীর বাকলিয়া থানার খালপাড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত লোকমান নগরীর গোলপাহাড় সংলগ্ন বাদশা মিয়া রোডের পশুশালা এলাকায় থাকতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, শনিবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় লোকমানকে হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ জানান, নগরীর খালপাড় এলাকার বাসিন্দা অনীক নামের এক কিশোরের সঙ্গে স্থানীয় একটি মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ দেখা দেয় সমবয়সী কয়েকজনের মধ্যে। অনিক এইচএসসি প্রথম বর্ষে পড়ে এবং মেয়েটি নবম শ্রেণিতে। মেয়েটির সঙ্গে গোলপাহাড় এলাকার শ্রাবণ নামের আরেক কিশোরের সম্পর্ক গড়ে ওঠে। এ কারণে মেয়েটি অনিককে এড়িয়ে চলতে শুরু করে। শ্রাবণের বন্ধু নগরীর গোলপাহাড় এলাকার জয় শনিবার রাতে বাকলিয়ার খালপাড় এলাকায় যায়। সেখানে তাকে আটকে রাখে অনিক ও তার বন্ধুরা।
অন্যদিকে শ্রাবণ-জয়দের কথিত ‘বড় ভাই’ লোকমানের কাছে এই খবর পৌঁছার পর তারা ছয় জন তিনটি মোটরসাইকেলে করে খালপাড় এলাকায় যান। সেখানে অনিকদের সঙ্গে ঝগড়া, একপর্যায়ে মারামারি শুরু হয়। এসময় পাশের একটি বাসার দোতলা থেকে অনিকদের কথিত ‘বড় ভাই’ সাইফুল্লাহ গুলি করলে লোকমান গুলিবিদ্ধ হন। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন