চট্টগ্রাম মহানগরের আওতাধীন সকল কলেজ, থানা ও ওয়ার্ডসমূহের উদ্যোগে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ, গঠনতন্ত্র বিরোধী, অছাত্র, বিবাহিত, অকার্যকর কমিটি বিলুপ্ত করা ও নতুন কমিটির দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। আজ বিকালে নগরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ছাত্রলীগের কার্যালয় দারুল ফজল মার্কেটের সামনে শেষ হয়।
পরে ছাত্রলীগ নেতা ইমরান আলী মাসুদের সভাপতিত্বে ও ছাত্রনেতা এস. এম হুমায়ুন কবির আজাদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা মুনির চৌধুরী, রায়হানুল কবির শামীম, নাছির উদ্দিন কুতুবী, রাশেদুল আলম চৌধুরী, ইসমাইল হোসেন শুভ, অরভিন সাকিব ইভান, ওসমান গনি, আবু সায়েম, সৈকত দাশ, রিদওয়ানুল কবির সজীব, ফাহাদ আনিস, নুরুল হক মনির, নেওয়াজ খান, ওমর ফারুক সুমন, বোরহান উদ্দিন গিফারী, সাখায়াত পেয়ারু, আমিনুল ইসলাম শাওন, আবদুল্লাহ আল রুবেল, জালাল আহমেদ রানা প্রমুখ।
বক্তারা বলেন, ‘চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কমিটি কেন্দ্র থেকে ২০১৩ সালের ৩০ অক্টোবর দীর্ঘ ১০ বছর পর সম্মেলন বিহীন ২৪ জনের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন কলেজ, ওয়ার্ড থানার মেধাবী ছাত্রনেতাদের কমিটিতে স্থান না পাওয়ায় চট্টগ্রামের বিভিন্ন কলেজ, ওয়ার্ড ও থানার ছাত্রলীগের নেতৃবৃন্দরা কমিটিতে অংশ নিতে পারছে না। তাই আমরা চাই, মেধাবী ও ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি গঠন করা হোক।’
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সরকারী কর্মাস কলেজ ছাত্রলীগ, চট্টগ্রাম পলিটেকনিক ইনষ্টিটিউট ছাত্রলীগ, বাকলিয়া সরকারী কলেজ ছাত্রলীগ, চট্টগ্রাম সরকারী কলেজ ছাত্রলীগ, চট্টগ্রাম সরকারী মহসিন কলেজ ছাত্রলীগ, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ, হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ইউ.এস.টি.সি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, আই.এইচ.টি. ছাত্রলীগ, চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড সমূহের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার