চট্টগ্রামের কর্ণফুলি নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে ৪ জন নিখোঁজ হয়েছেন। রবিবার রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী নদীর ডাঙ্গার চর এলাকায় নৌকাডুবির এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৮ জনকে উদ্ধার করে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, ১২ জন যাত্রী নিয়ে পতেঙ্গার ১৩ নম্বর ঘাট থেকে নৌকা সল্টগোলা ক্রসিং এলাকায় যাচ্ছিলো। পথে কর্ণফুলী নদীর মাঝে ইঞ্জিন বিকল হয়ে নৌকাডুবির ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/ফারজানা