চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের টয়লেট থেকে ২২ কেজি ৪শ’ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।
সোমবার সকালে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১২৮ ফ্লাইটের টয়লেট থেকে স্বর্ণগুলো উদ্ধা করা হয়। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/কালাম