চট্টগ্রামের কর্ণফুলী নদীতে যাত্রীবোঝাই নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চার জনকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। নৌকায় থাকা ১২ যাত্রীর মধ্যে ৮ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গত রবিবার রাতে কর্ণফুলী নদীর সল্টগোলা ঘাটের কাছে নৌকাটি ডুবে যায় বলে জানান ডাঙ্গারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন বড়ুয়া।
সোমবার সকাল থেকেই আবারও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের একটি টীম উদ্ধার কার্যক্রম শুরু করেছে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, বেলা ১টা পর্যন্ত নিখোঁজ চারজনের সন্ধান মেলেনি। তবে এদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, কর্ণফুলী থানার জুলধা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. আকবর (৪০), একই এলাকার আব্দুল খালেকের ছেলে মো. হানিফ (৩০) ও শেরপুর জেলার শংকরঘোষ এলাকার আব্দুল করিমের ছেলে হাবিবুর রহমান।
বিডি প্রতিদিন/এ মজুমদার