চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৯৬ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস। এ সময় মোহাম্মদ দিদারুল আলম নামে এক যাত্রীকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১২২ করে দুবাই থেকে চট্টগ্রাম আসেন দিদার। গ্রেফতার হওয়া দিদারুল আলমের বাড়ি রাউজান উপজেলায়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের কাস্টমসের উপ-কমিশনার নুর উদ্দিন মিলন বলেন, সকাল ১০টা ১০ মিনিটে দুবাই থেকে ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। দিদার ইমিগ্রেশন পার হওয়ার পর কাস্টমসের আনুষ্ঠানিকতা না সেরে দাঁড়িয়ে ছিলেন। আচরণে সন্দেহ হওয়ায় তার ব্যাগ তল্লাশি করে ৯৬টি সোনার বার পাওয়া যায়। উদ্ধার হওয়া সোনার বারের ওজন ১১ কেজি ৪০০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। এ ঘটনায় নগরীর পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৯ এপ্রিল, ২০১৯/ফারজানা/মাহবুব