চট্টগ্রামের সীতাকুন্ডের ছোট কুমিরা এলাকায় একটি ইস্পাত কারখানায় মালামাল পরিবহণের সময় লোহার পাতের চাপায় রঞ্জিত বর্মণ (২৭) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
এ শ্রমিকের মৃত্যুর পর কারখানার ভিতরে শ্রমিকদের অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়। তাছাড়া এ ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে শ্রমিকদের মধ্যে।
বুধবার জিপিএইচ কারখানার ভিতরেই এ ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়িঁর দায়িত্বরত এএসআই আলাউদ্দিন।
তিনি বলেন, রঞ্জিত বর্মণ রংপুর জেলা পীরগাজা থানা নয়া কুমার বাড়ির মোহন বন্দ্র বর্মণের ছেলে। বুধবার ভোরে চমেক হাসপাতালে আনা হলে ডাক্তাররা মৃত ঘোষনা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর