চট্টগ্রামে গণপিটুনির নামে পরিকল্পিত খুনের শিকার সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেলের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বুধবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মহিউদ্দিন সোহেলের পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সোহেলের ছোট ভাই মো. শাকিরুল ইসলাম শিশির।
এ সময় উপস্থিত ছিলেন সোহেলের বাবা আব্দুল বারেক, মা ফিরোজা বেগম, স্ত্রী নিগার সুলতানা। সংবাদ সম্মেলনে ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা মহিউদ্দিন সোহেলকে হত্যা করার দৃশ্য উপস্থিত সাংবাদিকদের দেখানো হয়।
প্রসঙ্গ, গত ৭ জানুয়ারি সকালে নগরীর ডবলমুরিং থানার পাহাড়তলী বাজারে মহিউদ্দিন সোহেলের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার