চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকার আবু বক্কর সিদ্দিক আল ইসলামিয়া মাদ্রাসা থেকে হাবিবুর রহমান (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসায় তালা লাগিয়ে দেয় বলে জানা যায়।
বুধবার রাত ১২টার দিকে মাদ্রাসা ভবনের ৫ম তলা থেকে মরদেহ উদ্ধার করে বায়েজিদ থানা পুলিশ।
পরে মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদ্রাসার লোকজন নিহত হাবিবুর রহমানের বাড়ি খাগড়াছড়ির দিঘীনালায় বলে জানিয়েছে। তবে তার প্রকৃত অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি।
জানা যায়, এ ঘটনার পর বৃহস্পতিবার বিক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসায় তালা লাগিয়ে দেয়। তারা মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও তুলেন। এরই ধারাবাহিকতায় ওই মাদ্রাসা ছাত্রকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তারা।
বায়েজিদ থানার ওসি আতাউর রহমান খন্দকার বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রের মরদেহ ঝুলতে দেখে বায়েজিদ থানায় খবর দেয়া হয়। তার পায়ে ক্ষত দেখা গেছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে।’
পাঁচলাইশ ওয়ার্ড কমিশনার কফিল উদ্দিন খান বলেন, ‘ওয়াইজেদিয়া শহীদুল্লাহ পাড়ায় বিদেশি অর্থায়নে গড়ে ওঠা ছয়তলা মাদ্রাসা ভবনের ৫ম তলা থেকে মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। রাতে মাদ্রাসার অধ্যক্ষ পরিচয় দানকারী এক ব্যক্তি কয়েকজন লোক নিয়ে এসে ঘটনা সম্পর্কে অবহিত করে। এ মাদ্রাসায় প্রায় ৩০০ ছাত্র রয়েছে।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন