চট্টগ্রাম নগরীর প্রবেশমুখ ব্রিজঘাট এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানান কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন। গ্রেফতার তিন রোহিঙ্গা যুবক হলেন- আবু তাহের (২২), মো ইসমাইল (২৮) ও মো. মোবারক (২৮)।
ওসি মহসিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে উদ্ধার করা ৫০ হাজার ইয়াবা নিয়ে তারা কোথায় যাচ্ছিল বা কার কাছে যাচ্ছিল সেসব বিষয় জানার চেষ্টা চলছে। তাদের হেফাজতে আরও ইয়াবা থাকার সম্ভাবনা রয়েছে। তাই গ্রেফতার ওই তিন রোহিঙ্গাকে নিয়ে অভিযানে নেমেছে পুলিশ।
ওসি বলেন, গ্রেফতার ওই রোহিঙ্গারা মূলত ইয়াবা চালানের বহনকারী ছিল। তারা কার কাছ থেকে কোথায় এবং কার কাছে ইয়াবাগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে বিষয়গুলো জানার জন্য পুলিশ মাঠ পর্যায়ে কাজ করছে। বিস্তারিত পরে জানা যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার