চট্টগ্রাম নগরে ভবন থেকে পড়ে ও সীতাকুণ্ড উপজেলায় গাড়িচাপার পৃথক দুই ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পৃথক সময়ে এ দুই ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার নগরীর সাবেরিয়া এলাকায় আরবি টাওয়ারে রঙের কাজ করার সময় নিচে পড়ে মারা গেছেন উত্তম দত্ত (৫৫)। তিনি নগরীর ডবলমুরিং থানার মোগলটুলি মগপুকুর পাড় এলাকার মৃত দুলাল দত্তের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘ভবনের বাইরে রঙ করার সময় তিনি নিচে পড়ে যান।’
এদিকে, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বোগলা বাজার এলাকায় গাড়িচাপায় মারা যান মো. নাসির সওদাগর (৪৮)। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার শীতলপুর এলাকার মৃত আমিনুল হকের ছেলে।
চমেক হাসপাতালের এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘নাসির সওদাগর রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দেয়। ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
বিডি প্রতিদিন/এ মজুমদার