ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার প্রতিবাদে নগরীর প্রেস ক্লাব ও ষোলশহর ২নং গেইট এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মহানগর কমিটি এবং চট্টগ্রামের সর্বস্তরের ছাত্র ও যুবসমাজ।
বৃহস্পতিবার বিকাল ৪টার আয়োজিত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগ নেতা হাসান মনসুর, অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আজীম রনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকসহ নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
এ সময় প্রতিবাদী ছাত্ররা রাফি হত্যার মূল হোতা মাদ্রাসা শিক্ষক সিরাজুদ্দৌলা এবং তার সহায়তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার