চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ ভাই-বোনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার ভোরে তাদের আটক করা হয়।
আটক দুইজন হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার আজিজুর রহমানের ছেলে মো. তানভীর হোসেন (২৮) ও তার বোন রওশন আরা (৩২)।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে মোট ১৩ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে রাজশাহী যাচ্ছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার