চট্টগ্রামে নগরীর সরকারি কমার্স কলেজ এলাকা থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ডবলমুরিং থানাধীন কমার্স কলেজের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। লাশের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
তিনি বলেন, স্থানীয় লোকজন ওই নারীকে পাগল হিসেবেই চিনতেন। তবে কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার