২৩ এপ্রিল, ২০১৯ ২২:১৭

ডিবি পরিচয়ে বাস চালককে হত্যার অভিযোগ, শ্রমিকদের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ডিবি পরিচয়ে বাস চালককে হত্যার অভিযোগ, শ্রমিকদের আল্টিমেটাম

প্রতীকী ছবি

পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে বাস চালককে পিটিয়ে হত্যার অভিযোগে জড়িতদের গ্রেফতারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন চট্টগ্রামে শ্রমিক সংগঠনের নেতারা। 

পরিবহণ নেতাদের দাবি, ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। 

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যৌথ সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। 

জানা যায়, গত সোমবার পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে শ্যামলী পরিবহনের একটি গাড়ির চালক জালাল উদ্দিনকে (৫০) পিটিয়ে হত্যা অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতেই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

শ্যামলী পরিবহন বাসের সুপারভাইজার আজিম উদ্দিন বলেন, সোমবার রাতে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রীবাহী বাসটি রওনা হয়। গভীর রাতে (প্রায় সাড়ে ১২টার দিকে) বাসটি পটিয়া উপজেলার শান্তিরহাট পার হয়ে শিকলবাহা (ভেল্লাপাড়া) ব্রিজ এলাকায় আসে। এ সময় ডিবি সদস্য পরিচয় দিয়ে আনুমানিক ৭ জন পুরুষ বাস থামান। 

এরপর তারা বাসে উঠে তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে তারা ড্রাইভারকে হাতকড়া পরিয়ে বাস থেকে নামিয়ে রাস্তার পাশে নিয়ে যায়। সেখানে ইয়াবা আছে কিনা জানতে চেয়ে তাকে বেধড়কভাবে পেটানো হয়।

তিনি বলেন, ওইদিন রাতে (৩টা) আমরা ড্রাইভার জালালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ দিনাজপুরে পরিবারের কাছে নিয়ে যাওয়া হবে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর