চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিজিএস ভবন এলাকায় টেন্ডারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করেছে।
জানা যায়, আগ্রাবাদ সিজিএস ভবনে নিয়মিত টেন্ডার জমা দেওয়া দুই গ্রুপের মধ্যে ভাগ-বাটোয়ারা নিয়ে প্রথমে হাতাহাতি হয়, পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। পরে ডবলমুরিং থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, ‘টেন্ডারের ভাগ-বাটোয়ারা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার