চট্টগ্রাম বোন পাতিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে এক সিএনজি চালক ও তার চার সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- সিএনজি টেক্সি চালক ইলিয়াছ হোসেন, ইউনুস, জনাব আলী চঙ্কু, সেকান্দর ও কামাল উদ্দিন। বৃহস্পতিবার রাতে নগরীর কর্ণফুলী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সিএমপি’র কর্ণফুলী থানার ওসি আলমগীর মাহমুদ বলেন, গত ২১ মে গণধর্ষণের শিকার নারীর সাথে সিএনজি টেক্সি চালক ইলিয়াছ হোসেনের পরিচয়। ওই পরিচয়ের সূত্র ধরে ইলিয়াছ ওই নারীকে বোন সম্বোধন করে ঘনিষ্ঠ হয়। গত ১২ জুন তাকে ঋণ দেয়ার কথা বলে কর্ণফুলী থানাধীন জুলধা ইউনিয়নের শুক্কুরের ইটের ভাটায় নিয়ে যায়। এরপর ইটভাটার পরিত্যক্ত রান্নাঘরে নিয়ে পালাক্রমে তাকে ধর্ষণ করে ইলিয়াছ, ট্যাক্সিচালক ও তাদের অপর তিন সহযোগী।
এ ঘটনায় বৃহস্পতিবার মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার