চট্টগ্রামে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মো. ইয়াসিন নামে এক ছিনতাইকারী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নগরীর খুলশী থানাধীন আমবাগান রেলওয়ে জাদুঘর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইয়াসিনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে।
খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, একটি ছিনতাই মামলা তদন্ত করেতে গিয়ে ওমর ফারুক ও বাবুল হোসেন নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেয়া তথ্যমতে ইয়াসিনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ছিনতাইয়ে জড়িত থাকার কথা ‘স্বীকার করে’ এবং রেলওয়ে জাদুঘর এলাকায় সহযোগীদের কাছে ছিনতাইয়ের মালামাল থাকার কথা জানায়। রাত ১টার দিকে ইয়াসিনকে নিয়ে পুলিশের একটি দল ওই মালামাল উদ্ধারে অভিযানে গেলে তার সহযোগীরা গুলি করে। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে ইয়াসিনের পায়ে গুলি লাগে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ফরিদুল ইসলাম (১৮) নামে আরেকজনকে গ্রেফতার করে এবং ১২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার