চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বিপুল বিদেশী মুদ্রাসহ জহুর আলম নামে এক বিমান যাত্রীকে গ্রেফতার করেছে বিমান বন্দর কতৃপক্ষ। শুক্রবার সকালে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট জি৯-৫২২ করে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ যাওয়ার কথা ছিল তার। গ্রেফতার হওয়া জহুরের গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর চিকনদন্ডী গ্রামে।
বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার ই জাহান বলেন, এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে করে শুক্রবার সকালে শারজাহ যাওয়ার কথা ছিল জহুরের। এসময় দ্বিতীয় স্ক্যানিং চেকিংয়ের সময় তার কাছ বিপুল বৈদেশিক মুদ্রা যাওয়া যায়। উদ্ধার হওয়া মুদ্রার মধ্যে রয়েছে ৬০ হাজার দিরহাম এবং ৩শ ইউএস ডলার। এ ঘটনার তার বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার