চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ডুবে যাওয়া মোহাম্মদ মিনহাজ (১৪) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
মোহাম্মদ মিনহাজ ফটিকছড়ির ধর্মপুর এলাকার মো. আলীর ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, শনিবার (১৫ জুন) সকালে স্কুল বন্ধুদের সঙ্গে ঘুরতে ফটিকছড়ি থেকে পারকি সমুদ্র সৈকতে আসে মিনহাজ। সৈকতে গোসল করতে নেমে হঠাৎ জোয়ারের পানিতে ভেসে যায় সে।
বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা ফায়ার স্টেশনের কর্মকর্তা দুলাল মিত্র।
বিডি প্রতিদিন/হিমেল