চট্টগ্রামের মিরসরাই ইকোনমিক জোন (বঙ্গবন্ধু শিল্পনগর) থেকে নান্নু মিয়া (৪৫) নামে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। নান্নু মিয়া ফরিদপুরের মধুপুর এলাকার বাসিন্দা। নান্নু মিয়া ইকোনমিক জোনের একটি ড্রেজিং কারখানার নিরাপত্তাকর্মী ছিলেন।
জোরাগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহফুজুর রহমান বলেন, ‘রবিবার দুপুরে জোরারগঞ্জ থানার ইকোনমিক জোনের ইছাখালী এলাকায় একটি খালে লাশটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন আছে। আমাদের ধারণা, তাকে হত্যা করা হয়েছে। ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার